দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিললো চাকরির সুযোগ, WBPSC দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ।WBPSC RECRUITMENT

সরকারি চাকরি করতে চান, আপনাদের জন্য রইলো দারুন খুশির খবর। পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্ৰতিবেদন টি প্রকাশ PSC হয়েছে দপ্তর থেকে। বিপুল সংখক শূন্যপদে নিয়োগ করা হবে।  তাই আপনি যদি সরকারি চাকরি খুঁজে থাকেন তাহলে এটি  আপনার জন্য সুবর্ণ সুযোগ। সেজন্য আমরা PSC র থেকে  প্রকাশিত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে  চলেছি। আজ আমরা  দেখাবো কি ভাবে আপনি  আবেদন পক্রিয়া টি সম্পূর্ণ করবেন। আসুন বিস্তারিত জেনে নি -



নিয়োগের সংস্থা -

 PSC যার ফুল্ল নাম পাবলিক সার্ভিস কমিশন একটি রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তর। যারা সিভিল সার্ভিসের মতো অনেক উচ্ছ পদস্থ কর্মচারী নিয়োগ করে থাকে। এই নিয়োগ  পক্রিয়া টি  PSC নিয়োগ করবে। 


পদের নাম -

পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে যেই শুন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেট হলো এসিস্টেন্ট ডাইরেক্ট অফ এগ্রিকালচার 


শুন্য মোট পদের সংখ্যা -

পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে  যেই এসিট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার দপ্তরে যে নিয়োগ হবে তার সংখ্যা ১২২ জন কর্মী। 


আবেদন করার পদ্ধতি -

প্রথমে আপনাকে পিসা ওয়েবসাইট টি খেলতে হবে তারপর আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনাকে লীগই করতে হবে। আপনার সামনে আপনার সমস্ত ডকুমেন্টস দিয়ে শুন্যস্থান পূরণ করার জন্য পেজ ওপেন হবে। সর্বশেষে পেমেন্ট করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস -

আবেদন করার জন্য আবেদন কারীদের বেশ কিছু ডকুমেউন্টস এর প্রয়োনজোন সেগুলি হলো -

১) মাধ্যমিক এডমিট কার্ড। 

২) জন্ম প্রমাণপত্র। 

৩) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে ও মার্কশীট। 

৪) কিছুদিন আগের তোলা ছবি সাথে প্রার্থীর সাক্ষর। 


আবেদনের তারিখ -

পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে  যেই এসিট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার দপ্তরে যে নিয়োগ হবে তা এখনো চালু হয়নি। শুরু হবে ২৫ সে জুলাই ২০২৩ থেকে এবং প্রায় এক মাস ধরে আবেদন প্রক্রিয়াটি চলবে। যা শেষ হবে ১৭ ই আগস্ট ২০২৩ পর্যন্ত। 


শিক্ষাগত যোগ্যতা -

পাবলিক সার্ভিস কমিশন পদে আবেদন করতে হলে আবেদনকারী কে সরকারি স্বীকৃত কোনো বিশ্ব বিদ্যালয় থেকে ৪ বোচ্ছের কাপুরসে থাকতে হবে এবং সাথে কৃষি তে স্নাতক ডিগ্রি প্রয়োজন। 

 আপনি যদি আরো বিস্তারিত জানতে চান এই চাকরি সম্পর্কে তাহলে এই  LINK  এ ক্লিক করুন। 



TAGG- news
Post a Comment (0)
Previous Post Next Post