ভারতীয় রেলে মাধ্যমিক পাশেই বিপুল সংখক শুন্য পদে কর্মী নিয়োগ। RRB Job Recruitment

ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস এই প্রচুর পরিমানে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি চাকরি খুঁজে থাকেন অথবা রেলের চাকরির জন্য বসে থাকেন তাহলে রইলো  আপনার জন্য  সুবর্ণ সুযোগ। NTPC  বিভাগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এখানে বলা হয়েছে বিপুল সংখক  গ্রুপ সি  ও গ্রপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি সম্পূর্ণ খুঁটিনাটি জানতেচান আমাদের সাথে শেষ অব্দি থাকুন।আমরা বিজ্ঞপ্তির বেপার এ সমস্ত বিষয় আলোচনা করতে চলেছি।  



পদের বিভাগ -

ভারতীয় রাইওয়ের NTPC বিভাগের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ,সেই সমস্ত শুন্য পদ গুলি হলো -

* জুনিওর টাইম কিপার। 

* জুনিওর ক্লার্ক কাম  টাইপিস্ট।  

* আকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। 

* ট্রেন ক্লার্ক। 

* কমের্শিয়াল কম টিকিট ক্লার্ক। 


মোট শুন্যস্থান পদের সংখ্যা -

ভারতীয় রেলের NTPC বিভাগের তরফ থেকে যে সমস্ত শুন্য পদ  গুলি তে নিয়োগ করা হবে সমস্ত মিলিয়ে ৩৮৪৬০ টি। এই সমস্ত পদে আবেদন করে আপনাদের সুবর্ণ সুযোগ কাজে লাগান। 


আবেদনের যোগ্যতা -

ভারতীয় রেলের শুন্য পদ গুলি তে আবেদন করতে হলে নুন্নতম মাধ্যমিক পাশ থাকতে হবে।  এছাড়ার বিভিন্ন পদ এর জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট  দেখুন। 


প্রার্থীর বয়স -

এখানে বয়স ১৮ থেকে ৪০ হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও SC O ST দেড় সরকারি নিয়ম অনুযায়ী বয়সের চার দেওয়া হবে। 


আবেদনের পদ্ধতি -

ভারতীয় রেলের ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে  হবে। প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার হয়ে গেলে রেজিতের নম্বর ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ ইন করতে হবে। এরপর আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে শুন্যস্থান পূরণ করতে হবে। সবশেষে আবেদন ফী দিয়ে আবেদন টি সম্পুর্ন্ন করতে হবে। 


প্রয়োজনীয় ডকুমেন্ট -

ভারতীয় রেলের জন্য আবেদন করতে হলে যেই ডকুমেন্ট প্রয়োজন তা হলো -

১)  জন্ম প্রমান পত্র। 

২) মাধ্যমিকের এডমিট কার্ড। 

৩)মাধ্যমিকের মার্কশীট  ও সার্টিফিকেট। 

৪) ইডেন্টি কার্ড (আধার কার্ড ও ভোটার কার্ড ) । 

৫) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি ও সাক্ষর। 


আবেদন ফী -

ভারতীয় রেলের এইসব পদ গুলি আবেদন করতে হলে ৫০০ টাকা আবেদন ফী দিতে হবে ও চাকরি প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। 

এই সমস্ত পদগুলির নিয়ে বিশ্লেষিত জানতে নিচের দেওয়া লিংক এ ক্লিক করুন।  ধন্যবাদ। 

Railway official notice here -  CLICK HERE





TAGG- news

Post a Comment (0)
Previous Post Next Post